20 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 10 January 2018 ব্যক্তিত্ব

অধ্যাপক ডা. এম. এ. রকিব’র জানাযা ও দাফন বৃহস্পতিবার

অধ্যাপক ডা. এম. এ. রকিব’র 
জানাযা ও  দাফন বৃহস্পতিবার
     সিলেট এক্সপ্রেস ডেস্ক:
অধ্যাপক ডা. এম. এ. রকিবের নামাজে জানাযা ১১ জানুয়ারী, বৃহস্পতিবার, বাদ আসর হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে দরগাহ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হইবে।

উল্লেখ্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, সিলেট ডায়াবেটিক সমিতি ও সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, শিক্ষানুরাগী তথা সিলেটের উজ্জল নক্ষত্র অধ্যাপক ডা. এম. এ. রকিব গত ০৯ জানুয়ারী ২০১৮ মঙ্গলবার দুপুর ১২.৫৫ ঘটিকায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।


Free Online Accounts Software