18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 4 December 2017 বিবিধ  (পঠিত : 361) 

ইসকন জি.বি.সি চেয়ারম্যান সিলেট আসছেন ৫ডিসেম্বর

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ইসকন জি.বি.সি চেয়ারম্যান শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ আজ মঙ্গলবার সিলেট আসছেন। দুপুর ১২ টায় সিলেট বিমানবন্দর থেকে তিনি নগরীর যুগলটিলা ইসকন মন্দিরে যাবে। ওই সময় তাকে অভ্যর্থনা জানাবেন ইসকন ভক্তরা।
ইসকন জি.বি.সি চেয়ারম্যান শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের শুভাগমন উপলক্ষে ২ দিন ব্যাপি।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে। ৫ডিসেম্বর, মঙ্গলবার দুপুর ১২ টায় সিলেট বিমানবন্দরে মহারাহকে অভ্যর্থনা, সন্ধ্যা ৬ টায় শ্রীমদ্ভাগবতীয় সেমিনার, ৮:৩০ মিনিটে ভজন সংগীতানুষ্ঠান ও বৈদিক নৃত্যানুষ্ঠান, পরের দিন (বুধবার) সকাল ৮ টায় শ্রীমদ্ভাগবতীয় সেমিনার।
ইসকন কর্তৃপক্ষ জানান, আজ দুপুর ১২ টায় ইসকন জি.বি.সি চেয়ারম্যান শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ সিলেটে আসছেন। তাঁর আগমনকে ঘিরে ২ দিন ব্যাপি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ইসকন সিলেট কর্তৃপক্ষ।

তারা জানান, সিলেট ওনমানী বিমানবন্দর থেকে মহারাজকে মোটর শোভাযাত্রা করে যুগলটিলা মন্দিরে নিয়ে আসা হবে। শোভাযাত্রায় শতাধিক মোটরযান ও কয়েক হাজার ভক্ত অনুরাগীরা এতে অংশ নেবেন।


Free Online Accounts Software