18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 2 December 2017 বিবিধ  (পঠিত : 344) 

শাহজালাল (র:) লতিফিয়া হাফিজিয়া মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন

শাহজালাল (র:) লতিফিয়া
হাফিজিয়া মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন
     

দক্ষিন সুরমা উপজেলার মোলøারগাঁও ইউনিয়নের মোলøারগাঁও গ্রামের হযরত শাহজালাল (র:) লতিফিয়া হাফিজিয়া মাদরাসার ভিত্তিপ্র¯Íর স্থাপন অনুষ্ঠান গতকাল ১ ডিসেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান ধনপুরী।
মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ শাহজাহান আহমদের সভাপতিত্বে ও রাসেল আহমদের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আব্দুল কালাম, বিশিষ্ট মুরুব্বী মনজুর আহমদ, হাফিজ ক্বারী জামিল আহমদ, শাহ আলম বেবী, ইজ্জাদ মিয়া, প্রফেসর মামুনুর রশীদ মামুন, ইউপি মেম্বার জবরুল ইসলাম জগলু, মোলøারগাঁও জামে মসজিদের মুতাওয়ালøী আব্দুস সবুর সুজাম, ইমাম মাওলানা রিয়াজ উদ্দিন, মুয়াজ্জিন জুবায়ের আহমদ। আরো উপস্থিত ছিলেন আজাদ আহমদ, হেলাল আহমদ, গুলজার আহমদ, রইছ আলী, নুরুল ইসলাম, সাহেদ আহমদ, রুবেল আহমদ, তকবির আলী, লাহিন মিয়া, তছির মিয়া, রফিক মিয়া, দিনুল আহমদ, সেবুল আহমদ, সায়মন আলম, জাকারিয়া আহমদ, সজ্জাদ আলী, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নাজিরুল আলম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান ধনপুরী ভিত্তিপ্র¯Íর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন এবং সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উলেøখ্য মরহুম মকবর আলীর দানকৃত ভ‚মিতে মাদরাসটি স্থাপন করা হচ্ছে। বিজ্ঞপ্তি


Free Online Accounts Software