24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 14 November 2017 ব্যক্তিত্ব  (পঠিত : 465) 

জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগের প্রধান এজিএম এর পরলোক গমণ

জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগের
প্রধান এজিএম এর পরলোক গমণ
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগের প্রধান সহকারী জেনারেল ম্যনেজার বাবু দীপক কুমার কুন্ডু (৫৪) আজ বেলা ৩টায় ঢাকাস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি কিছুদিন যাবৎ কিডনী জটিলতায় ভূগছিলেন। গত মঙ্গলবার সকালে সিলেট শিবগঞ্জ শাখার ইনচার্জ শফিকুল ইসলাম পাটোয়ারি ইন্তেকাল করলে তার সাগরদিঘীরপাড়ের বাসায় যেয়ে তিনি শোক প্রকাশ করেন; আর এই মঙ্গলবার তিনি নিজেই পরলোক গমন করলেন। বৃহস্পতিবার তিনি সিলেট আঞ্চলিক কার্যালয়ে সর্বশেষ অফিস করেন। তার মৃত্যুতে জেবিসির প্রধান কার্যালয়ের ম্যানেজিং ডাইরেক্টর, কর্মকর্তা-কর্মচারী ও সিলেট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। জেবিসির সিলেট অঞ্চল তথা গোটা কর্পোরেশন একজন সৎ, নিষ্ঠাবান ও আইসিটি এক্সপার্ট হারালো। মৃত্যুকালে মাতা, ২ ভাই, ৪ বোন, স্ত্রী, ১পুত্র, ১মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।


Free Online Accounts Software