18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সুনামগঞ্জ 11 October 2017 ব্যক্তিত্ব  (পঠিত : 312) 

ছাতকে জামায়াতের সাবেক আমিরের মায়ের মৃত্যু

     

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে উপজেলা জামায়াতের সাবেক আমির, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য, মুক্তিরগাঁও জামেয়ার অধ্যক্ষ ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর নিবাসী মাওলানা মখছুছুর রহমানের মাতা মজিদুন নেছা বুধবার সকাল ৮টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১শ’ বছর। তিনি ২ছেলে, ২মেয়ে, নাতি, নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার রাত ১০টায় মরহুমার নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


Free Online Accounts Software