18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 11 October 2017 ব্যক্তিত্ব  (পঠিত : 372) 

সিলেটের নাট্যাঙ্গনের প্রিয় মুখ মনির আহমদ

সিলেটের নাট্যাঙ্গনের প্রিয় মুখ
মনির আহমদ
     

এমরান ফয়সল: এ যেনো ফুলের সুগন্ধ গোলাপের পাপড়ি দিয়ে গাথা সিলেটের নাট্যাঙ্গনের উজ্জ্বল নকত্র ।তিনি প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছেন সৌরভ,নেই যে মনে, মান,অভিমান আর ক্লান্তি, মুখ ভরা হাসি,কথা যেনো মধু ভরা প্রাণ, তিনি হলেন আমাদের সিলেটের কৃতি বিশিষ্ট নাট্যকর্মী, নাট্যব্যক্তিত্ব ও নাটকের গুরু শ্রদ্ধেয় মনির আহমদ।সেই কিশোর বয়স থেকে বড় ভাই মো:জমির আহমদের সহযোগীতায় ১৯৮৫ ইংরেজি থেকে নাটকের কাজ শুরু করেন। স্কুলের কিছু কিছু বন্ধুদের নিয়ে তিনি ভারতের বিখ্যাত লেখক, প্রসাদ বিশ্বাসের একটি বই থেকে তিনি প্রথম নাটক সংগ্রহ করেন, জবাব দিহি। তিনি এই নাটকটি একটি স্কুলের অনুষ্ঠানে মঞ্চায়ন করেন। নাটকটির নির্দেশনায় ছিলেন ড: রমা কান্ত দাস, সেই সময়ে মহিলারা মঞ্চে কাজ করতেন না তাই, তাই মনির আহমদ তিনি নিজেই মেয়ে সেজে নায়িকার অভিনয়ে কাজ শুরু করেন। তিনি প্রায় ৫ বছর এক নাগালে নায়িকার ভুমিকায় কাজ করেন।তার মধ্যে উলেখ্য যোগ্য হচ্ছে, নবাব সিরাজ উদ্দৌলা, মীর কাসেম, টিপু সুলতান, সম্রাট শাহজাহান, সহ অসংখ্য নাটকে তিনি মেয়ের ভুমিকায় অভিনয় করে যান। পাশা পাশি তিনি লেখা পড়ার ও চালিয়ে যান দিনের পর দিন মাসের পর মাস, বছরের পর বছর,তিনি অভিনয় করে শুধু থামেননি, নাটক লেখা,নির্দেশনার কাজ ও তিনি চালিয়ে যান।২০০২ সাল থেকে মঞ্চ নাটকের পাশাপাশি ভিজুয়াল নাটকে ও কাজ করেন মনির আহমদ।তার মধ্যে উল্যেখ যোগ্য নাটক হল, নাইয়রী,বৈরাতী,লন্ডন দামান,কইন্যা খেইর সহ প্রায় অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি।জীবনের কিশোর থেকে নাটক, লেখা পড়া,বিয়ে সংসার শুরু করে বৃদ্ধ্ব বয়স পর্যন্ত তিনি নাটকের হাল ধরেন। তিনি কয়েকটি থিয়েটারের নাটক নবীন প্রবীন, তরুণ, তরুণী দের কে ও তিনি অভিনয় শিক্ষা প্রদান করে আসছেন। জীবনে চলার পথে অনেক সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন। অবশেষে ২০১৬ সালে তার লেখা নাটক, অধিকার, মঞ্চায়ন করে স্পৃহা থিয়েটার , অধিকার, নাটকের নির্দেশনা ও পরিচালনায় তিনি নিজেই ছিলেন, ২০১৭ সালের শেষের দিকে আব্দুলাহ আল মামুনের, নাটক,স্পর্ধা, স্পৃহা থিয়েটার মঞ্চায়ন করবে যার নির্দেশনায় মনির আহমদ তিনি নিজেই থাকবেন বলে জানিয়েছেন।


Free Online Accounts Software