24 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 14 September 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 612) 

শব্দ চয়নে পটু সত্যচয়ন

শব্দ চয়নে পটু সত্যচয়ন
     

মোহাম্মদ আব্দুল হক:
আমার বন্ধু বই পড়ে
কবিতা ভালোবাসে
ভালোবাসে প্রিয়তমা স্ত্রী
পরিবার ভালোবাসে
জন্মভূমি যেন তার স্পন্দিত হৃদয়।
ঠিক জায়গায়
বাচনভঙ্গিমায়
সঠিক শব্দচয়নে পটু
বন্ধু আমার সত্যচয়ন।
সে চাকরি করে
ভালো বেতনের চাকরি
বড় অফিসে চেয়ার টেবিল টেলিফোন
মোবাইলফোন কম্পিউটার আর সে
ব্যস্ততায় একাকার
কাজের অনেক চাপ
বড় বড় হিসাব
সে বন্ধু আমার।
গতকল্য গিয়েছি বন্ধুর টেবিলে।
আমি এপাশে বন্ধু ওপাশে।
কথা হলো
নিজের কথা পরিবার আর সমাজের কথা
চা এলো
হালকা গরম পানির কাপে টি ব্যাগ
চা পান ভালো লাগলো
শরীর মনে চাঙা একটা ভাব।
বন্ধুর বস্ এলেন।
বন্ধু আমার পরিচয় দিলো -
"আমার বন্ধু কলামিস্ট, কবি ও প্রাবন্ধিক।
সে খুব ভালো লিখে।
তার বই বের হইছে।"
বস্ খুশি হলেন
একদিন তার অফিসে যেতে বললেন।
মনে মনে বললাম
যাক বাবা
প্রবন্ধ আর কবিতার মূল্য আছে
আর কেউ না বুঝুক
বন্ধুর বস্ আর বন্ধু তা বুঝে।
ধন্যবাদ বন্ধু।
তুমি বন্ধুত্বকে অনেক উপরে ঠাঁই দিয়েছো।
আমিতো জানি,
অনেকের মতো বড় পদবী ওলা
পরিচয় দিবার মতো আমি কেউ নই।
বন্ধু তুমি মহৎ
উদারতায় তুমি অনেক বড় নিশ্চয়।
এমনি করেই যেন
বন্ধুর ভালোবাসায়
প্রকৃষ্ট বিষয়ে লেখা আর কবিতার মিছিল
এগিয়ে যায় নিকৃষ্টতার বিনাশী শ্লোগানে।
কবিতার জয় হোক
কবিদল জয়ী হোক
ঘরে ঘরে আসুক কবিতার সুহাসিনী ঘরণী
স্বচ্ছতা আর বন্ধুতায় মরুক অন্ধ রজনী।।


Free Online Accounts Software