24 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 14 September 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 307) 

আজ মুক্তি পাচ্ছে শর্টফিল্ম “একজন দুলালের গল্প”

আজ মুক্তি পাচ্ছে শর্টফিল্ম “একজন দুলালের গল্প”
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:আজ ১৪ই সেপ্টেম্বর, বুধবার রাত ৮ টায় মুক্তি পেতে যাচ্ছে “AmiBukaManush”-এর ৩য় শর্ট ফিল্ম “একজন দুলালের গল্প” । আজ বৃহস্পতিবার রাত ৮ টায় সিলেটের, জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে মঞ্চে প্রজেক্টরের ডিজিটাল মাথ্যমে মুক্তি পেতে যাচ্ছে “AmiBukaManush”-এর ৩য় শর্ট ফিল্মটি “একজন দুলালের গল্প”। শর্ট ফিল্মটি মূলত গ্রামের বর্গি চাষিদের নিপিড়ন এর প্রতিবাদ, আর সেই প্রতিবাদি চরিত্রে অভিনয় করেছেন রচয়িতা জাকির আহমদ তুষার ।

একই সময়ে AmiBukaManush এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে শর্টফিল্ম “একজন দুলালের গল্প”। রচনাঃ জাকির আহমদ তুষার। প্রযোজক ও পরিচালকঃ শ্যামল ঘোষ। সহকারী পরিচালকঃ মারুফ আহমদ। চিত্রগ্রাহনেঃ আসিফুল ইসলাম শান্ত, জাকির আহমদ তুষার, মারুফ আহমদ। অভিনয়েঃ শ্যামল ঘোষ, স্বপণ চন্দ, মনির হোসেন মানিক, জাকির আহমদ তুষার, আসিফুল ইসলাম শান্ত, রাজু, কবির আহমদ, ডালিম আহমদ, শাহীন আহমদ, শাতাব আহমদ, তানজিম আহমেদ শাকিল ও প্রমুখ।সম্পাদনায়ঃ আসিফুল ইসলাম শান্ত। গ্রাফিক্সঃ আসিফুল ইসলাম শান্ত।

“AmiBukaManush” সকল নাট্য অনুরাগীদের উপভোগের ও উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো হয়েছে “AmiBukaManush” এর সংশ্লীষ্ঠ কতৃপক্ষ এর পক্ষ হতে।


Free Online Accounts Software