24 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 13 September 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 794) 

দেশের প্রথম তেলক্ষেত্র সিলেটে

দেশের প্রথম তেলক্ষেত্র সিলেটে
     

সেলিম আউয়াল:
জটিল ভূতাত্ত্বিক পরিবেশের ভেতর দিয়ে উদ্ভব হওয়ায় সিলেট অঞ্চল বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ। এরমধ্যে উলেøখযোগ্য হচ্ছে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পিট, চুনাপাথর, কাঁচবালি, বেলেপাথর, নুড়ি ্এবং বড়ো পাথর ইত্যাদি। এই প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
বাংলাদেশের ১৯টি গ্যাস ক্ষেত্রের ৮টিই সিলেটে। দেশে পঞ্চাশ দশকের মধ্যভাগে এবং ষাটের দশকে আবিষ্কৃত প্রথম তিনটি গ্যাস ক্ষেত্র এই এলাকাতেই অবস্থিত। এগুলো হলো সিলেট গ্যাসক্ষেত্র (১৯৫৫), ছাতক (১৯৫৯), এবং রশিদপুর (১৯৬০)। তিতাস গ্যাসক্ষেত্রটি দেশের সবচেয়ে বড়ো গ্যাস সরবরাহকারী হিসেবে বিখ্যাত। তবে অনেক পরে এটি আবিষ্কৃত হয়েছে। সিলেটের অন্যান্য গ্যাসক্ষেত্র হচ্ছে কৈলাসটিলা (১৯৬২), হবিগঞ্জ (১৯৬৩), বিয়ানীবাজার (১৯৮১), ফেঞ্চুগঞ্জ (১৯৮৮) এবং জালালাবাদ (১৯৮৯)।
দেশের প্রথম তেলক্ষেত্র সিলেটের হরিপুরে অবস্থিত। সিলেটের একমাত্র তেলক্ষেত্রটি ১৯৮৬ খ্রিস্টাব্দে আবিস্কৃত হয়েছে। ১৯৮৭ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর থেকে প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়।


Free Online Accounts Software