18 Feb 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 9 September 2017 বিবিধ  (পঠিত : 392) 

সিলেট জেলা ও মহানগর ধর্মীয় সংখ্যালঘু সংগঠনসমূহের সমন্বয় কমিটি গঠন

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় সিলেট নগরীর বন্দর বাজারস্থ ব্রহ্মমন্দিরে এই কমিটি গঠন করা হয়।
রামেন্দ্র বড়–য়কে আহবায়ক ও এডভোকেট বিজয় বিশ্বাসকে সদস্য সচিব করে সিলেট জেলা এবং এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলাকে আহবায়ক ও প্রদীপ কুমার দেবকে সদস্য সচিব করে মহানগর আহবায়ক কমিটি গঠন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সহ-সভাপতি কৃপেশ পাল, সদস্য শংকর দাশ শংকু, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, সহ-সভাপতি মলয় পুরকায়স্থ, খ্রিষ্টান এসোসিয়শন সিলেট জেলা শাখার সভাপতি রবিন জহুর দাস, সিলেট খ্রিষ্টান র্চাচের সভাপতি ডিকুন নিঝুম সাংমা, ট্রাইফেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি দানেশ সাংমা, যুগ্ম সম্পাদক মিলন উরাং, সিলেট প্রেস গ্রিটার র্চাচের সম্পাদক হুলইশন গ্রে, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া প্রমুখ।


Free Online Accounts Software