18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 12 August 2017 ব্যক্তিত্ব  (পঠিত : 404) 

জিডিএফ’র নির্বাহী পরিচালক রজব আলী খান এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জিডিএফ’র নির্বাহী পরিচালক রজব আলী খান এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
     জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এবং গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তিত্ব মরহুম মোঃ রজব আলী খান নজিবের রূহের মাগফিরাত কামনা করে পরিবারের পÿ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিল ১১ আগস্ট শুক্রবার বাদ আছর নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ’র) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ, নির্বাহী পরিচালক জিডি রুমু, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যÿ আমিরুল আলম খান, দÿিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক এইচ এম ইসরাইল আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার হাজী এম আহমদ আলী, সাংবাদিক মোঃ নূরুল ইসলাম, দÿিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যÿ আশরাফুল ইসলাম ইমরান, দপ্তর ও পাঠাগার সম্পাদক এম এ খালিক, সিএস আইডি’র ম্যানেজার খ ম আবেদ উলøাহ, এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম খুরশিদ, শাহেদুর রহমান, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান ছালামত রাজা, সিলেট ভিক্টোরিয়া এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান হাসিব রাজা চৌধুরী, বেস এর নির্বাহী পরিচালক রুকসানা বেগম, জিডিএফ’র ম্যানেজার স্বপন মাহমুদ, প্রশিÿক বায়জিদ খান, মরহুমের ছোট ভাই রকিব আলী খান, রাশেদ খান, মিজানুর রহমান, প্রমেশ দত্ত, রুমানা আক্তার প্রমুখ। এছাড়াও সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক সমাজসেবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। মিলাদ শেষে মরহুম রজব আলীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জলøারপার জামে মসজিদের ইমাম। বিজ্ঞপ্তি


Free Online Accounts Software