Sylhet Express : সিলেট এক্সপ্রেস - সিলেটের প্রথম অনলাইন দৈনিক
   25 Sep 2017 : Sylhet, Bangladesh :

8 August 2011 প্রশাসন  (পঠিত : 1939) 

জেলা প্রশাসক বরাবরে স্মারক-লিপি প্রদান

জেলা প্রশাসক বরাবরে  স্মারক-লিপি প্রদান
     

সিলেট জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল এর বরাবরে পরিবেশ বান্ধব ব্যাটারী চালিত অটোবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এর উদ্যোগে গতকাল রোববার সারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে অনুযায়ী পরিবেশ বান্ধব ব্যাটারী চালিত অটোবাইক ট্রাফিক পুলিশ কর্তৃক অন্যায় আটক হইতে বন্ধ করা, পূর্বের দেওয়া অটোবাইকের নাম্বার প্লেটের নবায়ন, নাম্বারবিহীন অটোবাইকের নাম্বার প্রদান সহ গন পরিবন হিসাবে স্বীকৃতি দানের আবেদন জানানো হয়। স্মারক লিপি প্রদান করেন অটোবাইক সমিতির আহবায়ক মোঃ সুলাইমান আখন্দ, অটোবাইক সমিতির উপদেষ্টা আমিনুর রহমান খোকন, মোঃ দেলোয়ার হোসেন খান, আলী আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার এম আব্দুল আলী, আব্দুর রাজ্জাক, অটোবাইক সমিতির সদস্য সচিব রহমান, সদস্য ফরিদ সিদ্দিক, মোহন, ফারুক প্রমুখ।

আরোও ছবি

জেলা প্রশাসক বরাবরে  স্মারক-লিপি প্রদান

Free Online Accounts Software