23 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 22 October 2016 সার্ভিস ক্লাব  (পঠিত : 1386) 

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বিল বোর্ড উদ্বোধন

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বিল বোর্ড উদ্বোধন
     
রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ ডিষ্ট্রিক গভর্ণর রোটারীয়ান শহিদ আহমদ চৌধুরী পিএইচএফ বলেছেন, মানবতার কল্যাণে কাজ করে যারা আনন্দ পায় তারাই প্রকৃত রোটারীয়ান। এক সময় আমাদের দেশে কিছুই ছিল না। আমাদের অর্থনীতি ছিল খুবই ছোট। এখন বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে এবং সমাজের উন্নয়নে রোটারীয়ানদের কাজ করে যেতে হবে। সবাই মিলে দেশ ও সমাজকে গড়তে হবে। আর্ত-মানবকার কল্যাণে যে কাজ রোটারী ক্লাব করে যাচ্ছে তা জনসন্মুখে প্রকাশ করে তার প্রসার ঘঠাতে হবে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিল বোর্ড স্থাপন। রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে ইন্ড পোলিও নো (END POLIO NOW) বিল বোর্ড উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার বিকেলে সিলেট সুনামগঞ্জ সড়কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের গেইট সামনে ও সোবহানীঘাট এলাকায় বিল বোর্ড এর উদ্বোধন করা হয়।
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট রোটারীয়ান ইয়াকুতুল গনি ওসমানী’র সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারীয়ান মো: রেহান উদ্দিন রায়হান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্ণর রোটারীয়ান পিপি এম. নুরুল হক সোহেল, ডেপুটি গভর্ণর রোটারীয়ান পি পি শামসুল হক দিপু, এসিসট্যান্ট গর্ভণর রোটারীয়ান পিপি ফেরদৌস আলম, ডিষ্ট্রিক ট্রেজারার:রোটারীয়ান ইকবাল হোসেন খান, ডেপুটি কো-অর্ডিনেটর রোটারীয়ান পিপি কবির উদ্দিন, আইপিপি রোটারীয়ান মো: আজিজুর রহমান, ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান আবু সুফিয়ান, ট্রেজারার রোটারীয়ান ইকবাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান আহসান আহমদ খান, রোটারীয়ান আক্তার চৌধুরী রুবেল, রোটারীয়ান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, রোটারীয়ান রাসেল মাহবুব, রোটারীয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারীয়ান সৈয়দ বাহারুল ইসলাম রিপন, রোটারীয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটারীয়ান কাজী আব্দুল জলিল খান, রোটারীয়ান জাফর তাহের, রোটারীয়ান এনাম আহমেদ প্রমুখ।

আরোও ছবি

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বিল বোর্ড উদ্বোধন
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বিল বোর্ড উদ্বোধন
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বিল বোর্ড উদ্বোধন
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বিল বোর্ড উদ্বোধন
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বিল বোর্ড উদ্বোধন
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বিল বোর্ড উদ্বোধন

Free Online Accounts Software