18 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 9 October 2016 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 906) 

অপরাজিতা

     

সানৌ সিংহ:


শুনেছি বর্ষার ভোরে নির্জন ঝোপে
এখনও ডাহুক ডাকে করুন সুরে,
এখনও পুকুর পাড়ের লিচু গাছে
মাছরাঙ্গাটা দিনভর বসে থাকে।

শীতের রাতে নাকি এখনও কুয়াশা
টিনের চালে বৃষ্টি হয়ে নামে,
আর চালের ফুটো দিয়ে পানি
তোমার শিয়রে এসে রাত জাগায়।

শ্রাবণের জলধারায় নদীর পানি বেড়ে
এখনও নাকি মাঝে মাঝে বন্যা হয়,
কলাগাছের ভেলায় চড়ে-ভিজে
এখনও নাকি তোমার জ্বর ওঠে।

এখনও
সেই ভাঙা কৃষ্ণচূড়া ডালে ফুল আসে,
রাতের অন্ধকারে ঝরে শিউলি,
শুকনো কচু পাতায় পানি জমে,
আর পাতার আড়ালে ওঁত পেতে থাকে
কিছু ঘাস ফড়িং।

তুমি বদলে যাওনি তাই কিছুই বদলায়নি,
কষ্টের কষাঘাতে রুক্ষ বৈরিতার মাঝেও
এখনও নাকি সৌন্দর্য্য হানা দেয়।
তোমার মৌনতার গাছে নাকি
এখনও গজায় সবুজ পাতা,
শুনেছি এখনও তোমার মনের উঠোনে
ফোটে কিছু নীল অপরাজিতা।

২৩/০৬/২০১৩ ইং

সানৌ সিংহ  এর অন্যান্য লিখাঃ

19 July 2016  নিঝুম জোছনা (৩)

30 April 2016   জ্যামিতিক

25 February 2016  প্রথম ফাগুন

26 November 2015  (অ)সভ্যতা

20 October 2015  এসো জ্বলে যাই


Free Online Accounts Software