18 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 19 July 2016 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 1708) 

নিঝুম জোছনা (৩)

নিঝুম জোছনা (৩)
     

সানৌ সিংহ:
হেমন্তের একটি রাত এসেছিল,
আঁধার কালো জামায় গোলাপী চাদর জড়ায়ে,
সেদিন কুয়াশা জমেনি বাতাসে,
শিশিরের ছোঁয়াও পড়েনি ঘাসে,
সে নেমেছিল এই অনন্ত জনপদে,
এসেছিল আঁধার কালোয় গোলাপী চাদর জড়ায়ে,
বসেছিল মাথা নুয়ে এলোচুলে,
বর্ণিল এক উৎসবের কোলাহলে।

সেই রাত এসেছিল আনমনে,
বাঁধ ভাঙা প্লাবন এনেছিল প্রাণমনে,
নখে নক্ষত্রের রুপালী রঙ মেখে সেজেছিল,
পায়ে নূপুরের আওয়াজ তুলে হেঁটেছিল,
দিয়েছিল দু’হাত তুলে মৌনতায় একটি প্রণাম,
আমি শুধু আড়াল থেকে হেসেছিলাম।

বিদায় বেলায় সেই নিঝুম রাত নেমেছিল আবার
ধোঁয়াশায় ঘেরা ঝিঝি-ডাকা ফিরতি পথের ধারে,
একা নিরালায় দাঁড়িয়ে অনুভূতির পারাপারে,
বলেছিলাম আবার হয়ত দেখা হবে,
কথা হবে কোন স্বপ্নিল উৎসবে,
মুখরিত এক ব্যস্ত লোকালয়ে,
অপূর্ণ চাঁদের জোছনায় হারায়ে,
আঁধার কালো জামায় গোলাপী চাদর জড়ায়ে।

সানৌ সিংহ  এর অন্যান্য লিখাঃ

9 October 2016  অপরাজিতা

30 April 2016   জ্যামিতিক

25 February 2016  প্রথম ফাগুন

26 November 2015  (অ)সভ্যতা

20 October 2015  এসো জ্বলে যাই


Free Online Accounts Software