17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 28 June 2016 মিডিয়া ওয়াচ  (পঠিত : 8128) 

সাংবাদিক আবদুর রাহমানকে আইসিইউ-তে স্থানান্তর

সাংবাদিক আবদুর রাহমানকে
আইসিইউ-তে স্থানান্তর
     

তাসলিমা খানম বীথি; দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও কোম্পানীগঞ্জের এম. সাইফুর রহমান কলেজের প্রভাষক আবদুর রাহমানকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। ক্যান্সার আক্রান্ত আবদুর রহমান চিকিৎসা শেষে কলকাতা থেকে ফেরত আসার তার অবস্থার অবনতি হওয়ায় আজ মঙ্গলবার তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
গত বছরের ডিসেম্বর মাস থেকে সাংবাদিক আবদুর রাহমান অসুস্থ। প্রথমে তার খাদ্যনালীতে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপাচারের মাধ্যমে টিউমারটি অপসারণের পর পাকস্থলিতে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। তিনি ইতোমধ্যে ঢাকার বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোসাররফ হোসেনের তত্ত¡াবধানে চিকিৎসা নেন। গত কিছুদিন ধরে ফুসফুস ও তলপেটে পানি জমে যাওয়াসহ নানা শারীরিক জটিলতায়ও তিনি ভূগছেন।
সাংবাদিক আবদুর রাহমানের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। তাঁর বড় ভাই আবু সাঈদ রাউফি ও ছোট ভাই আবদুল কুদ্দুছ সকল মহলের কাছে দোয়া চেয়েছেন।


Free Online Accounts Software