Sylhet Express : সিলেট এক্সপ্রেস - সিলেটের প্রথম অনলাইন দৈনিক
   21 Aug 2017 : Sylhet, Bangladesh :

16 July 2011 সমৃদ্ধ বাংলাদেশ  (পঠিত : 962) 

বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ ডিজিটাল চলচ্চিত্র ‘দূরবীন’ প্রদর্শনী

বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ ডিজিটাল চলচ্চিত্র ‘দূরবীন’ প্রদর্শনী
     

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর বলেছেন, অসুস্থ ও অশ্লীল চলচ্চিত্রে যখন সারাদেশ সয়লাভ, এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্র আমদানী দেশীয় সংস্কৃতির জন্য এক ভয়াভহ আগ্রাসন। চলচ্চিত্র শিল্পের বেহায়াপনা ও অশ্লীলতা আমাদের তরুন প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে চলচ্চিত্রবিমুখ করে নয় বরং সুস্থ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তাদের মাঝে নৈতিক মূলবোধ জাগ্রত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ ডিজিটাল চলচ্চিত্র “দূরবীন” একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। তিনি গতকাল শুক্রবার সুস্থ সংস্কৃতি চর্চায় দুরন্ত অভিযাত্রী দিশারী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ ডিজিটাল চলচ্চিত্র ‘দূরবীন’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ ডিজিটাল চলচ্চিত্র ‘দূরবীন’ এর নির্মাতা ও পরিচালক জাফর ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিশারী শিল্পী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম মফিক, সাবেক দিশারীর পরিচালক বিশিষ্ট কলামিষ্ট মাহমুদুর রহমান দিলওয়ার, দৈনিক জালালবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দিন সালেহ, শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মজির উদ্দিন, আনোয়ারুল ওয়াদুদ টিপু, শিল্পী সামছুল ইসলাম, প্রাবন্ধিক আহমদ হোসেন, নাট্যকার মোহাম্মদ মনির হোসেন,গণশিল্পী মিছবাহ উদ্দিন, সানাউল ইসলাম সোয়েজ। ‘দূরবীণ’ প্রদর্শন বাস্তবায়ন কমিটির আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সোলায়মান আল মাহমুদ, সদস্য বেলাল আহমদ মুরাদ, মোহাম্মদ সাইয়িদুল ইসলাম, মাজেদ মাহফুজ, শাহনেওয়াজ চৌধুরী রাজীব, মিনহাজুর রহমান ফয়সল ও শাহ ফাহিম মাহমুদ প্রমুখ।   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ