18 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 26 November 2015 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 1138) 

(অ)সভ্যতা

(অ)সভ্যতা
     

সানৌ সিংহ:
শিরোনামে শুরু, শিরোনামেই শেষ,
মাঝের সময়টুকু আছে শূন্যতায় নিমগ্ন,
নির্লজ্জ মানবতার ভয়ে লুকায়িত নগ্ন সভ্যতা।
জমকালো সজ্জার ওপিঠে জীর্ণতা আর রিক্ততা।
আয়নায় দেখেছি কি বীভৎস এ প্রতিরূপ,
ক্ষুধার্ত সমাজের এক ফ্যাকাসে প্রতিফলন।

ফিরতি পথে বিবর্তন, উলটো পায়ে আবর্তন,
শিকারির ভিড়ে শিকার মুমূর্ষু-মৃতপ্রায়,
অস্ত্রের ঝঙ্কারে চলে ধ্বংস উৎসব
সন্ত্রাসের পায়ে লুটিয়ে কাঁদে মানবতা,
স্বার্থের দামে চলে জীবন কেনা-বেচা।

শার্টের কালো রক্ত শুকিয়েছে সেই কবে,
শুকায়নি আজও স্বজন হারা কিছু চোখ।
বারুদের গন্ধও সয়ে গেছে কালের স্রোতে,
হৃদয়ের রক্তে শুধু মিশে আছে স্মৃতি,
মস্তিষ্কে জমা পড়ে আছে কিছু বিভীষিকা।

মুক্ত হাওয়ার কামিনী হয়েছে কলঙ্কিনী।
পড়ে থাকা ছেড়া পাপড়ি হয়েছে পিষ্ট,
ভদ্রতা আর শালীনতার আড়ালে, সন্তর্পণে।
ফুলদানিতে সাজানো ফুলগুলোর মাঝে,
কান পেতে শোনো সেই ধর্ষিতার অস্ফুট আর্তনাদ।
কোথায় তুমি, হে সভ্যতা...
এই কি তোমার উন্মাদ প্রহসন?

অচেনার ভিড়ে হারিয়ে যাচ্ছে চেনা মুখ,
ক্রমেই সরে যাচ্ছে দেহ থেকে প্রাণ,
নিঃস্বার্থ আকাশে জমতে শুরু করেছে মেঘ,
এখন শুধু বৃষ্টির অপেক্ষা...। ২৪/১২/২০১২

সানৌ সিংহ  এর অন্যান্য লিখাঃ

9 October 2016  অপরাজিতা

19 July 2016  নিঝুম জোছনা (৩)

30 April 2016   জ্যামিতিক

25 February 2016  প্রথম ফাগুন

20 October 2015  এসো জ্বলে যাই


Free Online Accounts Software