15 Dec 2017 : Sylhet, Bangladesh :

হবিগঞ্জ 1 November 2015 শিক্ষা  (পঠিত : 824) 

নবীগঞ্জে শেভরনের উদ্যোগে ইংরেজী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

নবীগঞ্জে শেভরনের উদ্যোগে ইংরেজী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু
     

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে ও বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে ১ নভেম্বর রোববার থেকে ইংরেজী শিক্ষকদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশি্ক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কো-অর্ডিনেটর আব্দুল লতিফ ও সৈয়দ হাসান ইমাম আকন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুস শহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম।

এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক বিধান চক্রবর্তী।Free Online Accounts Software