18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 29 April 2015 প্রকৃতি পরিবেশ  (পঠিত : 616) 

ভূমিকম্পে বিদ্যালয়ের ভবনে ফাটল ॥ চলছে পাঠদান

     

ভূমিকম্পে কোম্পানীগঞ্জ উপজেলার রনিখাই হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দুটি ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ ক্লাস চালিয়ে গেলেও শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আজির আলী জানান, শিক্ষার্থীরা স্কুলে এসে ভবনের ক্লাস রুমের দেয়ালে ফাটল দেখতে পায়। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা বিষয়টি তাদের শিক্ষক ও অভিভাবকদের জানায়। তবে এ অবস্থায়ও ভবন দুটিতে পাঠদান চালানো হচ্ছে। এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন দু’টি বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক মনসুর আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছেন। দরখাস্তের অনুলিপি সংসদ সদস্য সিলেট-৪, জেলা প্রশাসক (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা), জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত ২৫ এপ্রিল শনিবার হঠাৎ করেই ভূকম্পন শুরু হলে সাধারণ জনগণ ভয়ে দালান ও টিনের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। পুকুর ও খালের পানি আন্দোলিত হতে দেখা যায়। এ সময় ওই বিদ্যালয়ের ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রক্রিয়া চালানো হচ্ছে।


Free Online Accounts Software