Sylhet Express : সিলেট এক্সপ্রেস - সিলেটের প্রথম অনলাইন দৈনিক
   22 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 18 March 2014 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 2917) 

স্বাধীনতা

স্বাধীনতা
     

মোশাররফ হোসেন সুজাত:-

বীর বাঙ্গালীর শক্তপণ,
লাখ শহীদের রক্তক্ষরন,
কোটি প্রানের স্বপ্নপূরন,
এসেছে বাংলার স্বাধীনতা।
মোরা প্রহরী হয়েছি মাগো-
তোমার চরনে,
বরন করে নাও-
তোমার আঁচলে,
গাঁথুনি রেখো শক্ত করে-
ভয় কি তোমার জানিনা।

লাল সবুজের এই পতাকায়-
আমার ভাইয়ের রক্ত দেখো,
শুনো ধর্ষিত বোনের চিৎকার,
কতো অনাহারী হাড্ডিসার বদন,
দেখো মা তোমার বদ্ধ চরণ।
তবুও তোমার বসুন্ধরায়-
এসেছে আলোর দিগন্ত।
দিয়েছ মমতা,এনেছ সমতা,
করেছ ঋনী তুমি বঙ্গমাতা,
তুমি আমার স্বাধীনতা।

বর্গিরা আজও দিচ্ছে হানা-
কেড়ে নিতে চায় তোমার সীমানা,
জনপদ প্রান্তরে শুনো আওয়াজ,
জেগেছে নবীন,এসেছে প্রবীন,
হাতে হাত রেখেছে আবার,
তোমার উদরের কোটি জনতা,
তুমি আমার স্বাধীনতা।

মুক্তিকামীদের তুমি চেতনা,
বীর বাঙ্গালীর তুমি প্রেরনা,
সাগর নদী ঔ পাহাড় তরে
তুমি বিধাতার শ্রেষ্ট দান।
তুমি আমার স্বাধীনতা।
তুমি ১৬কোটি মানুষের প্রাণ।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ