Sylhet Express : সিলেট এক্সপ্রেস - সিলেটের প্রথম অনলাইন দৈনিক
   26 Sep 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 5 May 2013 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 18825) 

নষ্ট স্মৃতির কষ্ট

নষ্ট স্মৃতির কষ্ট
     

শাহ মিজান ইবনে আজিজ;--

নষ্ট স্মৃতি কষ্ট বাড়ায়
তাকে ধরে রাখতে নেই,
মন কাগজে ব্যথার নীলে
দুখের ছবি আঁকতে নেই।
দুঃখ আসে দু'চোখ ভাসে,
আবার সুখের ক্ষণ আসে-
দুঃখ-ব্যথা ভুলে তখন
সুখের দোলায় মন ভাসে।
কষ্ট পাওয়ার নষ্ট স্মৃতি
ভুলে যাওয়াই ভালো তো,
কষ্ট ভুলে নতুন করে
আশার প্রদীপ জ্বালো তো!
শাহ মিজান ইবনে আজিজ  এর অন্যান্য লিখাঃ

1 September 2016  অন্যরকম সন্ধ্যার গল্প

6 December 2015  বিয়ের ছড়া


Free Online Accounts Software