19 Feb 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 12 February 2018 সাহিত্য-সংস্কৃতি

একুশে বইমেলায় পলাশ মাহবুবের ৭ বই

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:এবারের বইমেলায় জনপ্রিয় কথাসাহিত্যিক পলাশ মাহবুবের ৭টি নতুন বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে এসেছে ৪টি বই । পলাশ মাহবুবের জনপ্রিয় কিশোর সিরিজ লজিক লাবু’র দ্বিতীয় বই ‘সিন্দুকের সন্ধানে’ প্রকাশ করেছে পাঞ্জেরী। এছাড়া শিশু-কিশোরদের চাররঙা গল্পের বই ‘ইচ্ছেবুড়ি ও মায়ের পোষা ভূত’, ‘নীলুর আকাশ’ এবং ছড়ার বই ‘না ঘুমানোর দল’। বইগুলোর প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ আর অলংকরণ করেছেন হীরন্ময় চন্দ।
কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে দুটি বই। কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস ‘জঙ্গলে জলছাপ’ এবং বড়দের গল্পের বই ‘একজন অদ্ভুত মানুষ’। বই দুটির প্রচ্ছদ করেছেন সোহেল আনাম।
এর বাইরে উৎস প্রকাশন থেকে এসেছে পলাশ মাহবুবের রম্যবই ‘ম্যানেজ মকবুল’। এই বইটির প্রচ্ছদ করেছেন আবু হাসান।

নতুন ৭ বইয়ের পাশাপাশি পলাশ মাহবুবের পুরনো বইও পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়।


Free Online Accounts Software