19 Feb 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 7 February 2018 সাহিত্য-সংস্কৃতি

মৃত্তিকার সন্তান

     

মোঃখালেদ সৌরভ:
গাঁয়ের মৃত্তিকার সুঘ্রাণে তৃপ্তি সাধনের মেলা বসে
নামিদামি শপিংমলের পারফিউমেও খুঁজে পাইনি তা-
নববধূর লাজুক দৃষ্টি বহুদিন হয়নি দেখা
বিষণ মনে পড়ে গাঁয়ের কানামাছি বউচি খেলা

চাষের বলদ জোড়া দুধেল গাভী
অদ্যাবদি পরিক্রমণ করে তৃণের বুকে নাই শুধু চাষা
লাঙ্গলের হাতল যেখানে আমার হস্তের ঘর্ষণে হয়ে গেছিল মসৃণ
হয়তো সে হাতল খেয়েছে পোকা লাঙ্গলের ফালে ধরেছে মরিচা
বৃষ্টিতে ভেজে মাটিতে সুঘ্রাণ আসে বহুদিন সুখিত হইনি সে ঘ্রাণে
কতকাল আমি কর্দমাক্ত হইনি

এই মা ও মৃত্তিকা আমার জন্মদাত্রী যার বুক বিদারণে সোনা ফলে
বাংলার আল পথ সবুজের সমাহার কত পবিত্র স্থান
গর্ব করে বলি: আমি মা ও মৃত্তিকার সন্তান।


Free Online Accounts Software