19 Feb 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 17 January 2018 বিবিধ  (পঠিত : 871) 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিলেটের সারাহ্ নাদিম আহমেদ প্রথম

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 
সিলেটের সারাহ্ নাদিম আহমেদ প্রথম
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
ইউ.এস এম্বেসী ঢাকা-র উদ্যোগে রিলেজিয়াস ফ্রিডম ডে ২০১৮ উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। দিবসটি উপলক্ষে দেশের ১০ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে পোষ্টার / চিত্রাঙ্কন আহ্বান করা হয়। সারা দেশের মধ্য হতে বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ গ্রহণ করে। এর মধ্য হতে সারাহ্ নাদিম আহমেদ যৌথ ভাবে প্রথম স্থান লাভ করে। বিজয়ীর আকাঁ ছবি “ইউ.এস এম্বেসী ঢাকা”র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সারাহ্ নাদিম আহমেদ সিলেটের রাইজ ইডুকেয়ার স্কুলের গ্রেড ওয়ানের শিক্ষার্থী। সে সকলের দোয়াপ্রার্থী।


Free Online Accounts Software