18 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 14 January 2018 সার্ভিস ক্লাব

গোয়াইনঘাট সাবরেজিষ্টার কর্মকর্তা অপসারনের দাবিতে দলিল লিখক সমিতির অনিদৃষ্টকালের র্কম বিরতি

গোয়াইনঘাট সাবরেজিষ্টার কর্মকর্তা অপসারনের দাবিতে
দলিল লিখক সমিতির অনিদৃষ্টকালের র্কম বিরতি
     

মনজুর আহমদ, গোয়াইনঘাট (সিলেট) থেকে: সিলেটের গোয়াইনঘাট সাবরেজিষ্টার কর্মকর্তা মিসেস স্বপ্না বেগম’র অপসারনের দাবিতে দলিল লিখক সমিতির অনিদৃষ্টকালের কর্ম বিরতি শুরু করেছে। রোববার সকাল থেকে তাদের এই কর্ম বিরতি শুরু হয়। রোববার বেলা ২টায় সরজমিন গোয়াইনঘাট সাবরেজিষ্টার কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায় সকল দলিল লিখকগন এক সাথে গোল টেটিবেলে বসে প্রতিবাদ করছেন। অফিসে সাবরেজিষ্টার কর্মকর্তা অনুপস্থিত। গোয়াইনঘাট দলিল লিখক সমিতির সভাপতি মাহমুদ হোসেন ও সেক্রেটারী নাছির উদ্দিনসহ অর্ধ-শতাধিক দলিল লিখকরা জানান সরকারী নিয়ম অনুযায়ী ৫দিন সাবরেজিষ্টার আসার কথা, তিনি সরকারী নিয়ম অমান্য কওে সাপ্তাহে ২দিন আছেন এবং তাহাও আবার ১২টা ১টার পর। এসময় দলিল নিয়ে ওনার টেবিলে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে দলিলে স্বাÿর করেননি। বিকাল ৪টার পর তিনি স্বাÿরের আহবান জানান এবং দলিল প্রতি ১০হাজার টাকা সালামী দিতে হয়। এছাড়া তিনি আমাদের সাথে সব সময় অকাথ্য ভাষায় গালি গালাজ করেন এবং দলিল দাতা ও গ্রহিতার সাথেও খারাপ আচরণ করে থাকেন। একাধিক দলিল দাতা ও গ্রহিতারা জানান জীবনে অনেক সাবরেজিষ্টার অফিসার দেখলাম কিন্তু ওনার মত বদমেজাজী অফিসার কখনও দেখিনি। তিনি সব সময় দুরব্যবহার করে থাকে। এব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট সাবরেজিষ্টার কর্মকর্তা মিসেস স্বপ্না বেগম’র ব্যক্তিগত মোবাইলে (০১৭৩৯৩১৫৮১৭) ফোন দিলে তিনি রিসিভ করে কথা শুরু করেন এবং সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ওনাকে ফোন দিলেও আর ফোন রিসিভ করেননি।


Free Online Accounts Software