19 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 14 January 2018 সার্ভিস ক্লাব

রুপক ফাউন্ডেশনের ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা

     

আসমা জান্নাত মনি মানবসেবার প্রত্যয় নিয়ে গতকাল আত্নপ্রকাশ ঘটে ৩১সদস্য বিশিষ্ট রুপক ফাউন্ডেশনের।কমিটি গঠনের লক্ষ্যে গতকাল বিকাল ৩ঘটিকায় সিলেটের জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট এ এক সভা অনুস্টিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের প্রবীন আইনজীবী এ্যাডভোকেট মামুনুর রশীদ। উক্ত সভায় এম জাকারিয়া সায়মন কে সভাপতি, ইমন আহমেদ কে সহ সভাপতি এবং সৈয়দা পিংকি আক্তার কে সাধারন সম্পাদক, কাজী শাহেদুল ইসলাম কে সহ সাধারন মনোনীত করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


Free Online Accounts Software