18 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 13 January 2018 দূর্ঘটনা  (পঠিত : 286) 

জৈন্তাপুর দরবস্তস্থ এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

জৈন্তাপুর দরবস্তস্থ এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩
     

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় যাত্রীবাহী বাস ও খাম্বাবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী, অপরজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, দরবস্তস্থ বিদ্যুৎ অফিসের সামনে একটি খাম্বাবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। সিলেট থেকে জৈন্তাপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা মারে। এতে বাস-ট্রাকের প্রচণ্ড সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হয়েছেন আরো কয়েকজন।


Free Online Accounts Software