18 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 13 January 2018 সার্ভিস ক্লাব

আকবেট'র কর্মশালা -সচেতন থাকলে দুর্ঘটনার ক্ষতি থেকে বিপদমুক্ত রাখা সম্ভব

আকবেট
     

নিজস্ব প্রতিবেদক কর্মক্ষেত্রে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এ সময় প্রাথমিক বিষয়গুলো জানতে পারলে এবং সচেতন থাকলে দুর্ঘটনার ক্ষতি থেকে বিপদমুক্ত রাখা সম্ভব। আকবেট টুকেরবাজার সেন্টারে নিরাপত্তা শীর্ষক কর্মশালায় বক্তারা একথা বলেন।
ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট)-এর উদ্যোগে ও শ্রমজীবি শিশুদের জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় আকবেট টুকেরবাজার সেন্টারে অটোমোবাইল ওয়ার্কসপ-এ ঝুকিপূর্ন কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের মালিকদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক নিরাপত্তা শীর্ষক কর্মশালা ও প্রাথমিক চিকিসরঞ্জাম বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আকবেট টুকেরবাজার সেন্টারে গত বৃহস্পতিবার রাতে আকবেট-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটঁ জেলা মটর ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন হৃদয় জেলার সাবেক প্রচার সম্পাদক লায়েক আহমদ,আজাদ আহমদ,জুনেদ প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকবেট-এর ফিল্ড সুপারভাইজার আবুল কালাম আজাদ, টিচার বাধন রায়, মাকিনী লানং বাহার এবং অফিস সহকারী রাসেল আহমদ প্রমুখ।
কর্মাশালায় কাজে যে কোন দূর্ঘটনা ঘটলে তার প্রাথমিক চিকিৎসার উপর প্রশিক্ষন প্রদান করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজাউল করীম এবং ডা. রিজভী।। কর্মশালা শেষে ৫০ জন ওয়ার্কশপ মালিকদের ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়।
উলেøখ্য, আকবেট ঝুকিপূর্ণ কাজ এ নিয়োজিত শ্রমজীবি শিশুদের কাজে ঝুকি কমানো, শিক্ষা,স্বাস্থ্য ও পূনর্নবাসনের লক্ষে সিলেটে প্রায় তিন শতাধিক শ্রমজীবি শিশু নিয়ে প্রজেক্ট চালিয়ে আসছে ।
প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালায় দশটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়। কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শিশুরা কিংবা যারা এসব ঝুঁকিপূর্ণ কাজে জড়িত, কর্মক্ষেত্রে আঘাতের মুখোমুখি হলে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।


Free Online Accounts Software