18 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 13 January 2018 সাহিত্য-সংস্কৃতি

মনির আহমদ স্মরণে স্পৃহা থিয়েটারের শোক প্রকাশ ও দোয়া মিলাদ মাহফিল :

মনির আহমদ স্মরণে স্পৃহা থিয়েটারের শোক প্রকাশ ও দোয়া মিলাদ মাহফিল  :
     

এমরান ফয়সল :::

সিলেটের বিশিষ্ট নাট্য অভিনেতা,সাংস্কৃতি ব্যক্তিত্ব,সিলেট স্পৃহা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি,নাট্যনির্দেশক ও নাট্যকার জনাব মনির আহমদ স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। ১২ জানুয়ারী সন্ধ্যা ৭ টায়,স্পৃহা থিয়েটার কর্তৃক আয়োজিত উক্ত দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাদিকুর রহমানের পরিচালনায় শোক সভা ও মিলাদ মাহফিলে ছিলেন,সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু,প্রধান পরিচালক সম্মিলিত নাট্য পরিষদ অরিন্দম দও চন্দন,, সিলেট বিভাগীয় অনলাইন পপ্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান, সিলেট বাসি পপ্রত্যাশা পত্রিকার সম্পাদক রমজান আআহমেদ, স্পৃহা থিয়েটারের সাধারন সম্পাদক সৈয়দা সুরাইয়া জামান,সাংঘটনিক সম্পাদক সাদিকুর রহমান,আবু তাহের,সংগঠনের উপদেষ্টা মন্ডলির সহ সভাপতি এ এফ এ আশরাফুজ্জামান সংগটনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য মুয়িদ মাহিদ,প্রচার সম্পাদক এমরান ফয়সল,দপ্তর সম্পাদক হাফিজুর রহমান সায়হান,কার্যনির্বাহী সদস্যগন-কারিশমা আরা পায়েল ভাবন,তাহশিন সুভা,নূর হোসেন,অজয় বৈদ্য।এছাড়া উপস্থিত ছিলেন জনাব মনির আহমেদের বড় ছেলে- হাবিব আহমেদ,ছোট ছেলে নিপু আহমেদ সহ আরো অনেকে..


Free Online Accounts Software