20 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 13 January 2018 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 324) 

বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ফখরুল ইসলামের মৃত্যুতে শোক সভা আজ

বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ফখরুল ইসলামের মৃত্যুতে শোক সভা আজ
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অধ্যাপক ফখরুল ইসলামের মৃত্যুতে শোক সভা ও ৬৬১ তম সাহিত্য আসর এবং পাঠচক্র ৪১ অনুষ্ঠিত হবে। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টা নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবনে (ইলেকট্রিক সাপ্লাই অফিসের বিপরীত) অনুষ্ঠিত হবে। এতে সকল আমন্ত্রিত।


Free Online Accounts Software