20 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 11 January 2018 সাহিত্য-সংস্কৃতি

এসো ভিড় করি

     

সরওয়ার ফারুকী:
এসো জান্নাতের পথে ভিড় করি
হৈ হৈ ছুটে যাই
নববর্ষের মতো খুশদিলে নামি
ঈদের ভোরের মতো চঞ্চল হই
এসো উৎসের পথে কিষাণের মতো প্যাঁচকোঁচ মারি
নবান্নের মতো পুণ্যেরে মাড়াই ।

কদম ফুলের মতো বেশুমার ফুটি রাখালিয়া সুর হই খেতে
এসো ডাকাডাকি করি দলবেঁধে ফিরি ঘরে
ছুটির ঘণ্টার মতো দুরন্ত হই
বেদিশার মতো ছুটি দিশার শহরে ।

এসো গীত গাই
স্লোগানে স্লোগানে ভীড় করি,
ভয়ের কেতাবগুলো জ্বালিয়ে দেই
এসো, ফারাওয়ের কুন্তলে আবাবিল হই।

এসো জান্নাতের পথে এসো, এসো হৈহৈ ছুটে যাই
এসো অন্তহীন সৈকতে এসো- বেহুঁশ-বেহুঁশ দৌড়াই ।


Free Online Accounts Software