20 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 9 January 2018 সার্ভিস ক্লাব

একারাই গ্রামে ৫ম বার্ষিক সুন্নী মহাসম্মেলন আগামী শুক্রবার

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামবাসীর উদ্যোগে ৫ম বার্ষিকী সুন্নী মহাসম্মেলন আগামী ১২ জানুয়ারী শুক্রবার বাদ জুম্মা হইতে মধ্য রাত পর্যন্ত একারাই জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। সুন্নী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পর্যায়ক্রমে বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুর নূর ও শাহ ফারুক মিয়া, সাবেক মেম্বার। সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী-ছাহেব জাদায়ে ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন আলহাজ¦ হযরতুল আলøামা মুফতী এম.এ. মজিদ-পিরিজপুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম বিপ্লবী-খতীব ঢাকা এয়ারপোর্ট বায়তুন নূর জামে মসজিদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুহতাছিন বিলøাহ সেলিম-(২৬ ইঞ্চি), প্রধান আকর্ষণ-আলহাজ¦ হযরত মাওলানা আমিরুল ইসলাম-অধ্যক্ষ হযরত শাহজালাল (রহ.) ফাজিল (প্রস্তাবিত কামিল মাদ্্রাসা), আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা হাফেজ আবুল কালাম আজাদী-খতীব কেন্দ্রীয় জামে মসজিদ গোয়ালাবাজার, হযরত মাওলানা হাফেজ মুস্তাকিম বিলøাহ-ইমাম ও খতীব গদিয়ারচর জামে মসজিদ, হাফেজ ক্বারী আব্দুল কুদ্দুছ-ইমাম ও খতীব একারাই জামে মসজিদ। এছাড়া আরো নবীণ ও প্রবীণ বরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। উক্ত মহতি মাহফিলে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।


Free Online Accounts Software