18 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 1 January 2018 শিক্ষা  (পঠিত : 322) 

পিইসিতে সাংবাদিক এনামুল হক রেনু’র যমজ সন্তানদের কৃতিত্ব

পিইসিতে সাংবাদিক এনামুল হক রেনু’র 
যমজ সন্তানদের কৃতিত্ব
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ইংরেজি অনলাইন পোর্টাল ‘সিলেট মিরর’ এর নির্বাহী সম্পাদক এনামুল হক রেনু’র যমজ পুত্র ও কন্যা এবারের পিইসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। পুত্র এহসানুল হক অভি জিপিএ-৫ (গোল্ডেন ‘এ’ প্লাস) ও কন্যা সানজিদা হক এশা জিপিএ-৪.৫৮ (‘এ’ গ্রেড) পেয়েছে। তারা দু’জনই সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়াস্থ প্রেসিডেন্সী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তারা শিক্ষক-শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও ভাল ফলাফলের জন্য তারা সকলের কাছে দোয়া প্রার্থী।


Free Online Accounts Software