20 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 16 December 2017 সার্ভিস ক্লাব

তাঁতীপাড়া সমাজকল্যাণ সংস্থার বিজয় দিবস ক্রীড়া সম্পন্ন

তাঁতীপাড়া সমাজকল্যাণ সংস্থার
বিজয় দিবস ক্রীড়া সম্পন্ন
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
সিলেট নগরীর ঐতিহ্যবাহী তাঁতীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দি এইডেড হাইস্কুল মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন দি এইডেড হাইস্কুলের প্রধান শিÿক মো. শমসের আলী ও সাবেক সিটি কাউন্সিলর জামাল আহমদ। সকালে খেলার উদ্বোধন করেন সংস্থার উপদেষ্টা ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।
তাঁতীপাড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি শওকত আলী শানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্নার পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী শাহী। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি মকসুদ আহমদ চৌধুরী, আমিনুল হক চৌধুরী তপন, প্রাবন্ধিক গোলাম সারওয়ার, রমাপদ ভট্টাচার্য্য, অজিত কুমার দে, ধ্রæব রায়, মামুনুর রশীদ মামুন, জাফর করিম, কুমার গণেশ পাল, আজগর আলী রুবেল, আজিম হোসেন, শিবাজী দাস, সাব্বির আহমদ চৌধুরী, নজমুল হোসেন জীবন, এ জেড আব্দুলøাহ রুবেল, মো. হানিফ, শাহী ফারুক চৌধুরী, অসীম কুমার দে, সাবেল আহমদ, মো. তারেক হোসেন, আলী শাফকাত তাসিন, জাওয়াদ বিন শান, শামীম আহমদ ও শাওন আহমদ। বিজ্ঞপ্তি

Free Online Accounts Software