19 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 28 November 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 385) 

পৌঁছে দিলাম

     

সরওয়ার ফারুকী:

আমার কিছু সরলকথা সরল করে তোমার তরে
তোমার মতো তোমার ঘরে আমার কিছু শব্দগাথা,
মনের কথা বুকের ব্যথা ঠিক ঠিকানায় পৌঁছে দিলাম,
এমনি আরো আরো অনেক গোপন কিছু গোপন সুরে
তোমার পুরে নড়বে প্রিয়, দেখে নিও দেখে নিও।

আমার কিছু পুড়া পুড়া ক্ষতির পাতা লাভের খাতা
পৌঁছে দিলাম পৌঁছে দিলাম আরো অনেক পুরান স্মৃতি
ছেঁড়া পাতার আচড় থেকে রক্তমাখা পদ্য যতো
সদ্য শেখা আরো অনেক অনুল্লেখি গদ্য শত
তোমার তরে লিখে দিলাম শব্দ করে পড়ে নিও।

আমার কিছু ভিজে যাওয়া জল-জোনাকি জলের খামে
ছেড়ে দিলাম, ছিঁড়ে দিলাম পৌঁছে যাবে, আমার আরো
ঢেউখেলানো কলার ভেলা জীবন জুড়া পুতুলখেলা
ডুবে যাওয়া বাল্য বেলা আমের তলা সবই তোমায়
স্মরণ করে তোমার ঘরে পৌঁছে দিলাম, তুলে নিও।

আমার কিছু দিলের জ্বালা দিল খোয়ানো দিলের মতো
তোমার দিলে ছুঁড়ে দিলাম অন্তহীনা, তৃপ্তি নিয়ে,
তোমার লিখা নাম-ঠিকানা ভুল করি নি ভুল করি নি
তোমার নামে তছবি যতো ভুল জপি নি ভুল জপি নি,
এমনি আরো আরো অনেক তছবি দিছি, জপে নিও।

আমার আরো একটা কিছু পুটলি পুরা সকল-কিছু
আমার আরো পাণ্ডুলিপি পৌঁছে যাবে সরল পথে
সরল মনে আমার যতো সরল কথা, বুঝে নিও।


Free Online Accounts Software