18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 21 November 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 452) 

বরেণ্য শিক্ষাবিদগণের সম্মাননা ও সাহিত্যের ছোট কাগজ ‌‌‌‌'পাণ্ডুলিপি'র মোড়ক উন্মোচন

বরেণ্য শিক্ষাবিদগণের সম্মাননা ও সাহিত্যের ছোট কাগজ ‌‌‌‌
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:পাণ্ডুলিপি প্রকাশন ও কাকন ফকির ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বরেণ্য শিক্ষাবিদগণ-এর সম্মাননা প্রদান এবং সাহিত্যের ছোটকাগজ 'পাণ্ডুলিপি'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ : ৩০ মিনিটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্যসভা হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সিলেটের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের উপস্থিতি কামনা করা হয়েছে।


Free Online Accounts Software