24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 14 November 2017 সার্ভিস ক্লাব  (পঠিত : 254) 

শ্রমিকরা দেশের সম্পদ

শ্রমিকরা দেশের সম্পদ
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: দক্ষ শ্রমিক সংগঠক হিসেবে বিশেষ অবাদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা গোল্ড মেডেল পাওয়ায় সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন-১৪১৮’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে সিলেট জকিগঞ্জ বাস শ্রমিক উপ-কমিটির শ্রমিকবৃন্দের উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে দক্ষিণ সুরমার ঐতিহাসিক কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেন, দেশে এখন শ্রমিক শোষণ চলছে। যত দিন যাচ্ছে ততো এ শোষণের মাত্রা অত্যন্ত তীব্র ও ভয়াবহ।
শ্রমিকদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে। মনে রাখতে হবে শ্রমিকরাই দেশের সম্পদ। তাদেরকে বাদ দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি অনতিবিলম্বে পুলিশী হয়রানী সহ যাবতীয় নির্যাতন বন্ধের জন্য কর্তৃপক্ষে প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন-১৪১৮’র সহ সভাপতি শাহ জামাল আহমদ, কোষাধ্যক্ষ মো. সামসুল হক মানিক, সদস্য মো. লিটন আহমদ, সিলেট জকিগঞ্জ বাস শ্রমিক উপ-কমিটির সহ সম্পাদক সিরাজুল ইসলাম রাজন, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, সদস্য কনু মিয়া, মুহিত মিয়া প্রমুখ।


Free Online Accounts Software