24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 13 November 2017 সার্ভিস ক্লাব  (পঠিত : 1000) 

সিলেটে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

সিলেটে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:নন্দিত কথাসাহিত্য নির্মাণের মহান স্রষ্টা হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দেশব্যাপী হিমু পরিবহনের উদ্যোগে 'হুমায়ূন জন্মোৎসব ২০১৭' পালিত হয়, তারই অংশ হিসাবে সিলেটে এই আয়োজন করে একদল হুমায়ূন ভক্ত।সোমবার বেলা ২:৩০ ঘটিকায় নগরীর কোর্ট পয়েন্টে হিমু-রূপারা জড়ো হয়ে ক্যান্সার সচেতনতায় লিফলেট বিতরণ করে জন্মদিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। পরে তারা পায়ে হেঁটে কাজির বাজার ব্রীজে যেতে যেতে আরো লিফলেট বিতরণ করে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে ক্যান্সার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানায়। বিকেলে কাজির বাজার ব্রীজে হিমু পরিবহনের হেল্পারবৃন্দ পথশিশুদের সাথে নিয়ে হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কাটে এবং পথশিশুদের হালকা নাস্তার ব্যবস্থা করে।

এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন লায়েক আলম, তুবা আহমেদ, জুনায়েদুর রহমান, মারুফ আহমেদ বদরুল, মো. আব্দুল বাছিত, আজিজুর রহমান, তাহমিদ শাহ, অধরা বৃষ্টি, ফারজানা পপি, সামিয়া জান্নাত, কামরুল ইসলাম, এইচটি হাবিব, তানভীর, শাহাদত হোসাইন সানী, মাজহারুল ইসলাম সাদী, রবিউল ইসলাম, সালাউদ্দিন।
Free Online Accounts Software