24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 11 November 2017 শিক্ষা  (পঠিত : 343) 

দ্র্নুীতিমুক্ত জ্ঞান-প্রযুক্তিনির্ভর সমাজ গঠন নতুন প্রজন্মের অঙ্গীকার

দ্র্নুীতিমুক্ত জ্ঞান-প্রযুক্তিনির্ভর সমাজ গঠন নতুন প্রজন্মের অঙ্গীকার
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছি। দেশের প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা নিশ্চিতের ফলে আমাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন, শিক্ষার মহান উদ্দেশ্য আরো বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের তরুন প্রজন্ম জ্ঞান, মেধা আর প্রযুক্তির চর্চায় অত্যন্ত অগ্রসর। বর্তমান সময়ের দাবি দূর্নীতিমুক্ত একটি জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সিলেটের গোলাপগঞ্জের ২৩ শহীদ স্মৃতি সংসদের ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন শেষে আয়োজকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শনিবার উপজেলার সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ পরীক্ষায় ৩৭টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রায় ২০০জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম, পুলিশের অফিসার ইন চার্জ একে এম ফজলুল হক শিবলি, জেলা পরিষদ সদস্য হাসিনা বেগম, প্রাথমিক সহকারী থানা শিক্ষা অফিসার লুৎফুর রহমান, সিনিয়র সাংবাদিক চেরাগ আলী, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুহেল আহমদ সাহেল, হাজী কামরুল ইসলাম, সংসদের বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, শিক্ষক জামাল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা সায়েদ আহমদ, ছাইম আহমদ, ইউপি সদস্য কামরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোপা পাল, ছাত্রনেতা আবু তাহের রুহেল, ফরহাদ আহমদ, জিয়াউল ইসলাম জাভেদ প্রমুখ।


Free Online Accounts Software