20 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 28 October 2017 দূর্ঘটনা  (পঠিত : 273) 

সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথের যুবক নিহত

সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথের যুবক নিহত
     

এমরান ফয়সল : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার অতিরবাড়ি নামক স্থানে দূর্ঘটনায় বিশ্বনাথের জাবের আহমদ (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ দূঘটনাটি ঘটে। নিহত জাবের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের হাজী আব্দুল মছব্বিরের পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জাবের আহমদ মোটরসাইকেল যোগে সিলেট যাওয়ার পথে এই দূঘর্টনাটি ঘটে। ঘটনাস্থলেই জাবেরের মৃত্যু হয়। তবে জাবের এর সঙ্গে আর কে ছিলো এবং কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।


Free Online Accounts Software