22 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 23 October 2017 সমৃদ্ধ বাংলাদেশ  (পঠিত : 528) 

এটুআই প্রোগ্রামের আওতায় বাস্তবায়িতকার্যক্রম সফলে মিডিয়ার গুরুত্ব অপরিসীম--তথ্য সচিব মরতুজা আহমদ

এটুআই প্রোগ্রামের আওতায় বাস্তবায়িতকার্যক্রম সফলে মিডিয়ার গুরুত্ব অপরিসীম--তথ্য সচিব মরতুজা আহমদ
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামেরআওতায় জেলা তথ্য অফিসের মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রম সফলে প্রিন্ট ও ইলেকট্রনিকমিডিয়া গুরুত্ব অপরিসীম। সো্মবার ৩.০০ঘটিকায় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ যে কিশোর বাতায়ন প্রবর্তন, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব গঠনএবং জেলা ব্র্যান্ডিং বিষয়ে আয়োজিত প্রেসব্রিফিং এর উপর ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানঅতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃজাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিলেট প্রান্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনালকান্তি দেব ও জেলা প্রশাসক মোঃরাহাত আনোয়ার। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন-সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিনমিলি। অন্যান্যেরমধ্যে বক্তব্য রাখেনওউপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি মোঃইকরামুলকবির,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম,ইমজা সভাপতি আল আজাদ,ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল,সিলেট অনলাইন প্রেস ক্লাব সভাপতি মুহিত চৌধুরী,অনলাইন জার্নালিস্টএসোসিয়েশন সিলেট(ওজাস) সভাপতি আব্দুল মুহিত, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী সহ সাংবাদিকবৃন্দ।


Free Online Accounts Software