24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 23 October 2017 মিডিয়া ওয়াচ  (পঠিত : 449) 

দক্ষিণ সুরমা কলেজে যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক কমিটি

দক্ষিণ সুরমা কলেজে যুগান্তর স্বজন
সমাবেশের আহবায়ক কমিটি
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ছাত্র-ছাত্রীদের মেধা-মনন ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা কলেজে যুগান্তর স্বজন সমাবেশের যাত্রা শুরু হয়। এতে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। অধ্যক্ষ মো. শামছুল ইসলামের হাতে ফুল দিয়ে আহবায়ক কমিটির যাত্রা শুরু হয়। আহবায়ক কমিটির সমন্বয় করেন জেলা স্বজনের সভাপতি ও দক্ষিণ সুরমা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়। ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকারা অ্যানিকে আহবায়ক ও মো. আনসার মিয়া সাজ্জাদ, বিথি আক্তার, আজাদ চৌধুরী ও তাসলিমা এনাম তাক্বীকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর মধ্যে সহযোগী অধ্যাপক শাহানা বেগম, সহকারী অধ্যাপক মো. মুহিবুর রহমান, প্রভাষক পলাশ রঞ্জন দাশ, প্রভাষক কানেজ ফাতেমা, প্রভাষক শ্যামলী চক্রবর্তী, প্রভাষক খালেদ আহমেদ ও প্রভাষক দীপক চন্দ। বিজ্ঞপ্তি


Free Online Accounts Software