18 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 23 October 2017 সার্ভিস ক্লাব  (পঠিত : 264) 

নিসচা সিলেটের উদ্যোগে মেট্রোপলিটন কিন্ডার গার্ডেন সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও সেমিনার অনুষ্ঠিত

নিসচা সিলেটের উদ্যোগে মেট্রোপলিটন কিন্ডার
গার্ডেন সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও সেমিনার অনুষ্ঠিত
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলার উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন স্কুল-কলেজ, চালক-যাতীসাধারণের মাঝে সচেতনতামূলক কর্মসুচীর অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় সিলেট নগরীর সাপ্লাই এরাকার মেট্রোপলিটন কিন্ডার গার্ডেনে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে নিসচা সিলেটের সভাপতি এম. বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় সেমিনারে অংশ নেন মেট্রোপলিটন ল’ কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিসচার উপদেষ্টা অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) এম. আতাউর রহমান পীর, মেট্রোপলিন স্কুলের প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান, নিসচা জেলার সহ সভাপতি কবির আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফুরকান তালুকদার, সদস্য হাবিবুল্লাহ, শিক্ষক মনিরুল ইসলাম, সদস্য সাকিম আহমদ, শিক্ষিকা আয়শা বেগম, শিক্ষক সৈয়দ নুর হোসেন, ইউসুফ আলী প্রমুখ।
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা দুর্ঘটনারোধে সবাইকে নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহবান জানান।


Free Online Accounts Software