20 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 22 October 2017 শিক্ষা  (পঠিত : 1193) 

হলি সিলেট হোল্ডিং লিঃ এর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন সম্পন্ন:

হলি সিলেট হোল্ডিং লিঃ এর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন সম্পন্ন:
     

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট উইমেন্স নার্সিং ইনস্টিটিউট এর উদ্যেক্তা প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভা এবং পরিচালক পর্ষদের নির্বাচন গত ২০ অক্টোবর ২০১৭ইং তারিখে সম্পন্ন হয়েছে। সকাল ১১:৩০ ঘটিকায় শুরু হয়ে বিকেল ৫:৩০ ঘটিকা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যেক্তা কোম্পানীর সকল পরিচালক, শেয়ারহোল্ডার এবং প্রতিনিধিবৃন্দ। বার্ষিক সাধারণ সভা সমাপ্তি ঘোষনার পর নির্বাচনের ফলাফল ঘোষনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। হলি সিলেট হোল্ডিং লিঃ এর ১৩ (তের) সদস্যবিশিষ্ট পরিচালক পর্ষদের নির্বাচনে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন অধ্যাপক ডা: এখলাসুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এম.এ.মতিন, ভাইস চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম। পরিচালক পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দরা হলেন ডাঃ মোঃ মোদাব্বির হোসেন, নুরুল ইসলাম খান, ডাঃ ওয়েছ আহমদ চৌধুরী, মিসেস কমর জাহান জুলফা, আবুল মহসিন চৌধুরী, ডাঃ মোঃ শফিকুর রহমান, মঈন উদ্দিন আহমদ চৌধুরী, ইমদাদ হোসেন চৌধুরী, মিসেস শাহনাজ কবির এবং মোস্তাক আহমদ।


Free Online Accounts Software