18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 12 October 2017 সিটি কর্পোরেশন  (পঠিত : 1466) 

সিলেটের ফুটপাতে বাণিজ্য, গাড়ি পার্কিং ও অবৈধ স্ট্যান্ড স্থাপনে নিষেধাজ্ঞা

সিলেটের ফুটপাতে বাণিজ্য, গাড়ি পার্কিং ও অবৈধ স্ট্যান্ড স্থাপনে নিষেধাজ্ঞা
     

সিলেট নগরীর বিভিন্ন মার্কেট, বিপনী বিতানসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য, অবৈধ স্ট্যান্ড ও যেখানে-সেখানে যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগর ভবনে আয়োজিত এক সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ ঘোষনা দেন। শুক্রবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় এ আদেশ কার্যকর হবে বলে জানিয়েছেন মেয়র।

সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক স্বাক্ষরিত এক স্মারকে আরো জানানো হয়, নগরীতে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে কোন প্রকার সেড তৈরী কিংবা কোন প্রকার মালামাল রাখা যাবে না।

সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন র‌্যাব-৯এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. হুরায়রা ইফতার হোসেন, আলীমুছ সাদাত চৌধুরী, মোবাস্সির হোসেইন চৌধুরী, পুলিশের টিআই এনামুল হক, বিআরটিএ’র এমভিআই মো. আবুল বাসার, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ।


Free Online Accounts Software