23 Jan 2018 : Sylhet, Bangladesh :

বিশ্ব 12 October 2017 প্রবাস  (পঠিত : 1211) 

কাজিটুলার তানিম কে নিয়ে কলকাতা থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা

কাজিটুলার তানিম কে নিয়ে কলকাতা থেকে
প্যারিসের উদ্দেশ্যে যাত্রা
     

সাইদুল ইসলাম অপু কাজিটুলার তানিম কে নিয়ে কলকাতা থেকে
প্যারিসের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার সকাল ৬টা হাসপাতাল থেকে প্যারিসের উদ্দেশ্যে রওয়ানা হলাম, প্রথমে কলকাতা থেকে দিল্লী পরে দিল্লী থেকে প্যারিস, প্রায় ১২ ঘন্টার বিমান যাত্রা, বিশ্বাস করুন জীবনে অনেকবার বিমানে চড়ে এই দেশ থেকে ঐ দেশে গিয়েছি, কিন্তু এই বারের মতো এতো দুশ্চিন্তা কখনো হয়নি, যাইহোক সবাই তানিমের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ কোন ধরণের বিপদ-আপদ ছাড়াই আমাদের কে প্যারিসের হাসপাতালে পৌঁছে দেন, তাছাড়া তানিমের বন্ধু ও শুভাকাঙ্খী যারা তানিমের প্যারিস আগমনের অপেক্ষায় আছেন তারা আজ সন্ধ্যা ৮:১৫ মিনিটের সময় গারে দোঁ নর্দে অবস্থিত "লাখিবোয়াজেখ" হাসপাতালে থাকার অনুরোধ করছি, গুরুতর অসুস্থ বন্ধু তানিমের সফর সঙ্গী হিসেবে আমি ছাড়াও তার লন্ডন প্রবাসী ছোট ও বড় দুলাভাই সাথে আছেন।


Free Online Accounts Software