17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 5 October 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 376) 

কর্মময়

     

মিজানুর রহমান মিজান:
কাজ কর খেটে খাও
পরার্থে জীবন বিলাও
অল্প কথা কর্মময়।
শালীন ভদ্র কৌলিন্যে
সম্মান বাড়ে মান্যে
হাসি মাখা মুখখানা মধুময়।
বুঝে করে না বুঝার ভান
নিত্য দেখায় অহংকার অভিমান
সে কি উত্তম পরিচয়।
মিথ্যাকে কর না বেশাতি
নিশ্চয় একদিন ফাটবে ছাতি
গলায় দড়ি সুনিশ্চিত পরাজয়।

লেখক মিজানুর রহমান মিজান প্রতিষ্ঠাতা ও পরিচালক চাঁন মিয়া স্মৃতি পাঠাগার রাজা গঞ্জ বাজার বিশ্বনাথ সিলেট।


Free Online Accounts Software