17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 23 September 2017 খেলাধুলা  (পঠিত : 620) 

প্রথম স্টারটেল সিলেট জেলা কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম স্টারটেল সিলেট জেলা কারাতে প্রতিযোগিতা সম্পন্ন
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:আত্মরক্ষা, খেলাধুলা ও স্বাস্থ্যরক্ষার জন্য কারাতে এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘স্টারটেল সিলেট জেলা কারাতে প্রতিযোগিতা’। ১৭টি ক্লাবের অংশগ্রহণে দুই দিনব্যাপি এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। সিলেট নগরীর রিকাবীবাজারসস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুক্রবার রাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রাহাত আনোয়ার।
সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সভাপতি সিটি কাউন্সিলর দিলওয়ার হোসেইন সজীবের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলি আহসান বাদল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, স্টারটেলের চেয়ারম্যান আব্দুলøাহ আল হারুন। জেলা প্রশাসক রাহাত আনোয়ার তার বক্তব্যে সিলেট জেলায় কারাতের নব জাগরনের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সবগুলো ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।
দুইদিন ব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কারাতে এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম এ এ মাসুদ রানা, এসোসিয়েশন এর সহ-সভাপতি কবির আহমদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর সাজ্জাদুর রহমান, ব্রাক ব্যাংকের কুলসাল্ট ম্যানেজার অনুপ কান্তি দাস, এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সৌমিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্লাইং ড্রাগন মার্শাল আর্ট একাডেমীর প্রশিক্ষক নজরুল ইসলাম, সিলেট মার্শাল আর্ট একাডেমীর প্রশিক্ষক জসিম উদ্দিন, টিম ম্যানেজার আবুল কয়ছার আলমগীর, সোতকান কারাতে দো একাডেমীর প্রশিক্ষক তানুন খান, ডজ দ্যা সিলেট কারাতে একাডেমীর প্রশিক্ষক মাহবুব হোসাইন, ডোজ দ্যা সিলেট কারাতে একাডেমীর প্রশিক্ষক কামরুল হাসান কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী প্রশিক্ষক আরাধন তালুকদার, শাহজলাল কারাতে একাডেমীর প্রশিক্ষক ওয়াহিদ মিয়া, আব্দুল কাদির সাজু, খালেদ আহমেদ, মাহবুব হাসান সানি, শান্ত হাসান, জাহিদ হাসান, তাহমিদ ইশরাক প্রমুখ।
আগে ২১ তারিখ প্রতিযোগিতার উদ্বোধন হয়। উক্ত প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক কারাতে খেলোয়াড় এবং সিলেটের ১২টি একাডেমী অংশগ্রহণ করেছে।


Free Online Accounts Software