17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 20 September 2017 ব্যক্তিত্ব  (পঠিত : 366) 

নগরী থেকে শিশু নিখোঁজ

নগরী থেকে শিশু নিখোঁজ
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট নগরীর মিরাপাড়া এলাকা থেকে এক শিশু নিখোঁজ হয়েছে। ১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় সে শাহকরার (রহ.) মাদ্রাসা থেকে কিছু না বলে সে বের হয়। এর পর থেকে আর কোন খোঁজ মেলেনি। নিখোঁজ এমদাদুল হক জুমন শাহপরাণ থানাধীন মিরাপাড়া ১৫৩/এ বাসার মো. শফিক মিয়ার ছেলে। জানা যায়, এমদাদুল হক জুমন শাহকরার (রহ.) মাদ্রাসার হিফজ বিভাগে ৭ বছর ধরে অধ্যায়ন করে আসছে। বুধবার সে মাদ্রাসা কর্তৃপক্ষকে কিছু না বলে বের হওয়ার পর আর কোন সন্ধান মেলেনি তার। এ ব্যাপারে তার পিতা শফিক আহমদ শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৯২০, ২০-০৯-২০১৭ইং। হারানো সময় তার পরণে ছিল হালকা গোলাপী পাঞ্জাবী, তার গায়ের রং উজ্জল ফর্সা। সে সিলেটের আঞ্চলিক বাসায় কথা বলে। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৭২৩২৮৮৫৩৭, ০১৭১২৯১৬৩৮১ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

Free Online Accounts Software